আমার জীবনের গল্প
আমার জীবনের গল্প
ইবনে শামস
--------------------------------------
আমার লেখাপড়ার হাতেখড়ি নিজ বাড়িতে ,শ্রদ্ধেয় পিতার হাতে।
ধীরে ধীরে যখন বড় হই, তখন মাদরাসায় ভর্তি হয়। আমি বাবার সাথে প্রতিদিন মাদরাসায় যেতাম। এভাবেই ধীরে ধীরে দীর্ঘ দিন কেটে যায়। প্রাথমিকভাবে পড়ালেখায় ও অনেক ভাল ছিলাম। তার প্রথম কারণ হলো,আমার বাবা যিনি সব সময় আমার পাশে রেখে পড়াতেন। অতঃপর যখন আমাকে শহরে পাঠানো হলো পড়ার জন্য তখন ও প্রথম প্রথম পড়ালেখা ভালই চলছিল। এবং তখন ও মনযোগ দিয়ে লেখাপড়া করছিলাম। এভাবে আরও তিন চারটি বছর কেটে গেল। লেখাপড়া ও অনেক ভালো চলছিল। হঠাৎ একদিন শয়তানের ফাঁদে পড়ে যায়।মাথায় মোবাইল নামক যন্ত্রটি ঘোরপ্যাঁচ খেতে থাকে। আর তখনি ক্রয় করে নেই মোবাইল নামক যন্ত্রটি, অতঃপর ধীরেধীরে অন্যের দেখাদেখি ফেসবুক নামক অনলাইন জগতে ঢুকে পড়ি। আর এতেই ধীরেধীরে আমি অন্ধকারে নিমজ্জিত হতে থাকি।
আর মোবাইল এর কারণেই আমার পড়ালেখা থেকে মন উঠে যায়।এখন আর আগের মত পড়ায় মন বসাতে পারি না। এভাবেই আরও কয়েক বছর কেটে গেল বুঝতেই পারি নি।
অনেক চেষ্টা করেও মোবাইল চালানো বাদ দিতে পারি নি।
অতঃপর হঠাৎ আগমন ঘটল এমন একজন ব্যক্তির যিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিতেন, এসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দিতে।এবং এর পাশাপাশি কিছু লেখালেখি শেখার জন্য, তারই প্রেরণায় আবার আমার মন জেগে উঠলো।এবং ভাবতে লাগলাম। হ্যাঁ তাইতো, আমি কী ছিলাম আর কী হয়ে গেলাম শয়তানের ফাঁদে পড়ে।
এখন ধীরেধীরে আবার আগের মত পড়ায় মন বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি কিছু লেখালেখির চেষ্টা ও চালাচ্ছি।
২০/১১/২০১৭ইংরেজি।
ইবনে শামস
--------------------------------------
আমার লেখাপড়ার হাতেখড়ি নিজ বাড়িতে ,শ্রদ্ধেয় পিতার হাতে।
ধীরে ধীরে যখন বড় হই, তখন মাদরাসায় ভর্তি হয়। আমি বাবার সাথে প্রতিদিন মাদরাসায় যেতাম। এভাবেই ধীরে ধীরে দীর্ঘ দিন কেটে যায়। প্রাথমিকভাবে পড়ালেখায় ও অনেক ভাল ছিলাম। তার প্রথম কারণ হলো,আমার বাবা যিনি সব সময় আমার পাশে রেখে পড়াতেন। অতঃপর যখন আমাকে শহরে পাঠানো হলো পড়ার জন্য তখন ও প্রথম প্রথম পড়ালেখা ভালই চলছিল। এবং তখন ও মনযোগ দিয়ে লেখাপড়া করছিলাম। এভাবে আরও তিন চারটি বছর কেটে গেল। লেখাপড়া ও অনেক ভালো চলছিল। হঠাৎ একদিন শয়তানের ফাঁদে পড়ে যায়।মাথায় মোবাইল নামক যন্ত্রটি ঘোরপ্যাঁচ খেতে থাকে। আর তখনি ক্রয় করে নেই মোবাইল নামক যন্ত্রটি, অতঃপর ধীরেধীরে অন্যের দেখাদেখি ফেসবুক নামক অনলাইন জগতে ঢুকে পড়ি। আর এতেই ধীরেধীরে আমি অন্ধকারে নিমজ্জিত হতে থাকি।
আর মোবাইল এর কারণেই আমার পড়ালেখা থেকে মন উঠে যায়।এখন আর আগের মত পড়ায় মন বসাতে পারি না। এভাবেই আরও কয়েক বছর কেটে গেল বুঝতেই পারি নি।
অনেক চেষ্টা করেও মোবাইল চালানো বাদ দিতে পারি নি।
অতঃপর হঠাৎ আগমন ঘটল এমন একজন ব্যক্তির যিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিতেন, এসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দিতে।এবং এর পাশাপাশি কিছু লেখালেখি শেখার জন্য, তারই প্রেরণায় আবার আমার মন জেগে উঠলো।এবং ভাবতে লাগলাম। হ্যাঁ তাইতো, আমি কী ছিলাম আর কী হয়ে গেলাম শয়তানের ফাঁদে পড়ে।
এখন ধীরেধীরে আবার আগের মত পড়ায় মন বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি কিছু লেখালেখির চেষ্টা ও চালাচ্ছি।
২০/১১/২০১৭ইংরেজি।
কোন মন্তব্য নেই